সিএমএম আদালতে আগুন, আড়াইশ নথিপত্র পুড়ে ছাই

27/10/2013 1:56 pmViews: 16

CMM Courtপ্রতিবেদক : ঢাকা সিএমএম আদালতের পুরনো ভবনে অবস্থিত নন জিআর সেকশনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াইশ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। জিআরও সেকশনে কর্তব্যরত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, দুপুর দেড়টার দিকে হঠাত্ করে সিএমএম কোর্টের পুরনো ভবনের নিচতলায় পিআর সিকশনে রাখা নথিতে আগুন জ্বলতে দেখা যায়। এতে প্রায় আড়াইশ কেস ডকেট আগুনে পুড়ে যায়। আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। এতে কেরোসিনের গন্ধ রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কে বা কারা আগুন দিয়েছে এবং কোন কোন নথিতে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি

Leave a Reply