সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

21/06/2016 10:35 amViews: 6
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগ
 
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগ
পরিবহন শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষের জের ধরে ঢাকার সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলছে না।
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী অনেক যাত্রী সেখানে গিয়ে ফিরে আসছেন। মঙ্গলবার সকালে সায়েদাবাদে এই চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে।
গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Leave a Reply