সাড়ে আটটায় নিভে যাক সব বাতি

29/03/2014 10:39 pmViews: 6

ঢাকা, ২৯ মার্চ  : আজ ২৯ মার্চ বিশ্বের সবখানে নিজস্ব স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পালিত হবে আর্থ আওয়ার। ২০০৭ সালে অস্ট্রেলিয়াতে সব ধরনের বাতি বন্ধ রেখে এই ‘আর্থ আওয়ার’ পালনের সূচনা করা হয়। এরপর থেকে বিশ্বের অন্তত ৭ হাজার শহরে পালিত হয়ে আসছে আর্থ আওয়ার।

এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রতিটি প্রতিষ্ঠান, ব্যক্তি ও দেশকে সচেতন করা যেন তারা অযথা তাদের বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে না রাখে। কারণ বর্তমান বিশ্বে রয়েছে- শক্তি ও জ্বালানির তীব্র সংকট। বহু এলাকা রয়েছে যেখানে আজো বিদ্যুৎ পৌঁছেনি। আমাদের একটু সচেতনতা পারে সবার জন্য বিদ্যুতের সুবিধা নিশ্চিত করতে।

ওয়ার্ল্ড উইল্ড লাইফ ফাউন্ডেশন নামে একটি সংগঠন আর্থ আওয়ারের ধারনা ছড়িয়ে দেয়। বাংলাদেশের মতো দেশে যেখানে দিনে অন্তত ৬ ঘণ্টা লোড শেডিং হয়, সেক্ষেত্রে এ সচেতনতা আরো অনেক বেশি জরুরি।

Leave a Reply