সাহসিকতা ও সেবার পদক পাচ্ছেন ১০২ পুলিশ সদস্য
সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০২ জনকে সরকারের পক্ষ থেকে ‘বিপিএম’ ‘পিপিএম’ পদক দেওয়া হবে। ২৬ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে রাজারবাগে আয়োজিত অনুষ্ঠানে ১০২ জন পুলিশ সদস্যকে এ পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার ক্যাটাগরিতে এবারের পদক দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এর একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানায় পুলিশ সদর সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২০১৬ সালের জন্য পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৯ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৩ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদক দেওয়া হবে।
এছাড়া ৪০ জনকে প্রেসিডেন্টের পুলিশ পদক(পিপিএম)-সেবা এবং সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০ পুলিশ সদস্য প্রেসিডেন্টের পুলিশ পদক (পিপিএম)- সাহসিকতা পদক পাচ্ছেন।
সূত্র জানায়, পদক পাওয়ার তালিকায় রয়েছে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ( রাজনৈতিক) মাহবুব হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, সিলেট মোট্রোপলিটন পুলিশ কামরুল ইসলাম, র্যা বের কর্নেল মাহবুব আলম, কর্নেল আজাদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার, মিরপুর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. কায়ুমুজ্জামান, লালবাগ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়,গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ এ পদক প্রাপ্তির তালিকায় রয়েছেন। এবার মরোনোত্তর পদ পাচ্ছেন পুলিশের ৬ সদস্য। উল্লেখ , গত বছর ২০১৫ সালে পদ পেয়েছিলেন ৮৬ জন সদস্য।