সালাহ উদ্দিন-হাফিজসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাসে আগুন দেওয়ার ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ও সালাহ উদ্দিন আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
সালাহ উদ্দিন ও হাফিজ ছাড়াও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ কাইয়ুম, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মারুফ কামাল খানও রয়েছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানিয়েছেন, গত বছরের ৩১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল। সেটি আজ আমলে নিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বাসে আগুন দেয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভাটারা থানায় এই মামলা দায়ের করা হয়।