সালাহ উদ্দিনকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

20/05/2015 5:28 pmViews: 3
সালাহ উদ্দিনকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।

সালাহ উদ্দিনের স্বাস্থ্য ও মেডিকেল রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার শিলং সিভিল হাসপাতালে চিকিৎসকরা এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়ায় সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। ফলে পরবর্তী আইনি পদক্ষেপগুলোও ঝুলে রয়েছে।

দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর সালাহ উদ্দিন গত ১১ মে শিলংয়ে উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের মামলায় পুলিশের কাছে আটক হন। এরপর ১২ মে থেকে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তবে সালাহ উদ্দিনের দাবি, তিনি নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।

এদিকে সালাহ উদ্দিন আহমেদের জন্য শিলংয়ে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। রাজ্য হাই কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসপি মহন্ত তার পক্ষে অবৈধ অনুপ্রবেশের মামলায় লড়বেন বলে জানা গেছে।

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বুধবার সকালে মহন্তের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেছেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে সিঙ্গাপুরে নিতে সালাহ উদ্দিনের স্ত্রী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরুর চেষ্টা করছেন। তবে অবৈধ অনুপ্রবেশের মামলা থাকায় খুব শিগগিরই সালাহ উদ্দিনের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত অসুস্থতার কারণে সালাহ উদ্দিনকে দেশটির আদালতে হাজির করা হয়নি।

Leave a Reply