সালাহউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল

29/07/2015 10:29 amViews: 4

২৯ জুলাই ২০১৫,বুধবার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ৯টি অভিযোগে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। আপিল বিভাগ ৭ নং অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে। বাকি অভিযোগগুলোতে দেয়া দণ্ড বহাল রাখা হয়েছে।

ট্রাইব্যুনালের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা ৩, ৫, ৬ ও ৮ অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২, ৪ ও ৭ নং অভিযোগে ২০ বছরের কারাদণ্ড এবং ১৭ ও ১৮ নং অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে ৭ নং অভিযোগ থেকে সালাউদ্দিন কাদেরকে অব্যাহতি দিলো আপিল বিভাগ।

২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় মৃত্যুদণ্ড দেন। ২০১৩ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন সালাহউদ্দিন কাদের চৌধুরী।

Leave a Reply