সালাহউদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় মেঘালয় পুলিশ

25/05/2015 10:52 amViews: 5

সালাহউদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় মেঘালয় পুলিশ


 

ভারতে অনুপ্রবেশ নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় মেঘালয় রাজ্য পুলিশ। এ জন্য তারা নেগ্রিমস হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে। তবে অসুস্থ সালাহউদ্দিনের স্বাস্থ্যের অবস্থার এখনো তেমন কোনো উন্নতি হয়নি। স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট সোমবার বিকেল নাগাদ পাওয়া যেতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিখোঁজের ৬২ দিন পর ১১ মে মেঘালয়ের রাজধানী শিলংয়ে গ্রেফতার হন সালাহ উদ্দিন আহমদ। গ্রেফতারের পর অসুস্থ সালাহ উদ্দিনকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সালাহ উদ্দিন আহমদ তখন বলেছেন, তাকে অপহরণ করা হয়েছিল। হাত-চোখ বাঁধা অবস্থায় তাকে শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ কিভাবে শিলংয়ে এলেন, তা এখনো সেখানকার পুলিশের কাছে স্পষ্ট নয়। এরই মধ্যে প্রথম শ্রেণীর বিচারিক আদালতে সালাহউদ্দিনের জামিন আবেদন করেছেন স্ত্রী হাসিনা আহমদ। ২৯ মে জামিন শুনানির দিনে সালাহউদ্দিন সম্পর্কে পুলিশকে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

শিলং শহরের পুলিশ সুপার বিবেক সিয়েম সাংবাদিকদের বলেছেন, তারা সালাহউদ্দিনকে আবারো জিজ্ঞাসাবাদ করতে চান। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আইনানুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিযিজু শনিবার দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, আইন অনুযায়ী সালাহউদ্দিনের বিচার হবে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

সালাহউদ্দিন আহমদ নেগ্রিমস (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস) হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন, সুস্থ না হওয়া পর্যন্ত নেগ্রিমস হাসপাতালের আইসিইউতেই থাকবেন তিনি। স্ত্রী হাসিনা আহমদ গতকালও তার সাথে দুই দফা দেখা করেছেন।

জনি জানান, কিডনি, হার্ট, চর্ম ও প্রোস্টেটের নানা সমস্যায় ভুগছেন সালাহউদ্দিন। চিকিৎসকেরা বেশ কিছু টেস্ট করেছেন। আজ বিকেলে সবগুলো টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় আদালতে সালাহউদ্দিনকে হাজির করতে আরো দেরি হবে বলে জানান বিএনপির এ নেতা।

সালাহউদ্দিনকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করেছে মেঘালয় রাজ্য পুলিশ।

Leave a Reply