সালাউদ্দিন পুনরায় বাফুফের সভাপতি নির্বাচিত

01/05/2016 11:56 amViews: 7
সালাউদ্দিন পুনরায় বাফুফের সভাপতি নির্বাচিত
 
সালাউদ্দিন পুনরায় বাফুফের সভাপতি নির্বাচিত
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। রাজধানীর হোটেল র্যাডিসনে শনিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্ব্বী প্রার্থী নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও সার ব্যবসায়ী কামরুল আশরাফ খানকে হারিয়েছেন সালাউদ্দিন।
১৩৪টি ভোটের মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৮৩টি, আশরাফের বাক্সে পড়েছে ৫০ ভোট। একটি ভোট বাতিল হয়।
২০০৮ সালে সালাউদ্দিন প্রথমবারের মতো বাফুফের সভাপতি হন। ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পান স্বাধীন বাংলা ফুটবল দলের এই ফরোয়ার্ড।

ঘরোয়া ফুটবলের কিংবদন্তি সালাউদ্দিন ক্লাব ক্যারিয়ারের সোনালী সময়টা কাটান ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডে; খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রেও। সংগঠক হিসেবেও ঘরে-বাইরে পরিচিত মুখ সালাউদ্দিন। দুই দফায় বাফুফে সভাপতির দায়িত্ব পালনের আগে ছিলেন সংস্থাটির সহ-সভাপতিও। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের টানা দুইবারের সভাপতি (বর্তমানেও দায়িত্বে আছে)। ফুটবলের বিশ্বসংস্থা ফিফার মার্কেটিং কমিটির সদস্যও ৬১ বছর বয়সী এই সাবেক ফুটবলার।

Leave a Reply