সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের শুনানি শুরু
১৬ জুন, ২০১৫
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর কিছুক্ষণ আগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিলের বিভাগের এই বেঞ্চ।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি শুরু হওয়ার আগে মামলার প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময় আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের বিরোধিতা করে বলেন, বিচার বিঘ্নিত করার জন্যই সময়ক্ষেপণ করা হচ্ছে। তাই সময় আবেদন নাকচ করে শুনানি শুরু করা হোক। এর পরিপ্রেক্ষিতে সময় আবেদন নাকচ করে দিয়ে শুনানি শুরু করেন আদালত।
শুনানিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এসএম শাহজাহান আছেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, সময় আবেদন নাকচ করে আদালত শুনানি শুরু করতে বলেছেন।
এর আগে ২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ সময় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনা ২৩ অভিযোগের মধ্যে ১৭টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এসব অভিযোগ থেকে খালাস চেয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী।
২৩টির মধ্যে নয়টি অভিযোগে সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ নয়টিই গণহত্যার অভিযোগ। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো রাউজানের মধ্যগহিরা, জগৎমল্লপাড়া, রাউজানের ঊনসত্তরপাড়া, শাকপুরা প্রভৃতি গ্রামে গণহত্যা।