সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহম্মাদ মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেয়নি কারাকর্তৃপক্ষ
এদিকে বেলা ২টার কিছু আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে জেলগেটে গিয়েছেন। তারা এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে অবেদন করবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সকাল ১০টার দিকে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানায়নি।
জানতে চাইলে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ বলেন, আমাদের আইনজীবীরা সকালে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।