সালাউদ্দিন কাদেরের স্ত্রী-ছেলের রায় পেছাল

14/08/2016 5:36 pmViews: 8
সালাউদ্দিন কাদেরের স্ত্রী-ছেলের রায় পেছাল
সালাউদ্দিন কাদেরের স্ত্রী-ছেলের রায় পেছাল
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একাত্তরের মানবতাবিরোধী অপরাধে রায় ফাঁস মামলার তার স্ত্রী, ছেলে ও আইনজীবীর বিরুদ্ধে মামলার রায় পিছিয়েছে। রায় ঘোষণার জন্য ২৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম নতুন দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন- সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আইনজীবী ফখরুল ইসলাম, ম্যানেজার মাহবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন।
আদালতের পেশকার শামীম আহমেদ জানান, আজ রায় ঘোষণার দিন ধার্য  ছিল। লেখা শেষ না হওয়ায় বিচারক রায় ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছেন।
এর আগে গত ৪ আগস্ট এই মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করে দেয় ট্রাইব্যুনাল। গত ১৫ ফেব্রুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাইবার ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়।

Leave a Reply