সালমান দু’দিনের জামিন পেলেন

07/05/2015 12:12 pmViews: 4

সালমান দু’দিনের জামিন পেলেন

পথবাসীকে গাড়ি চাপা দিয়ে হত্যার দায়ে পাঁচ বছরের জেল হয়েছে বলিউড তারকা সালমান খানের। সঙ্গে ২৫ হাজার টাকার জরিমানা। তবে আগামী ৮ই মে পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। রায় ঘোষণার পর জামিনের জন্য মুম্বই উচ্চ আদালতে আপিল করেছিলেন সালমান। আদালত দু’দিনের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, মামলার ১৩ বছর পর দোষী সাব্যস্ত হয়ে সাজা পান সালমান খান। ২০০২ সালে গাড়িচাপা দিয়ে পালানোর ঘটনায় দায়ের করা মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে বুধবার রায় দেন মুম্বইর দায়রা আদালত।

Leave a Reply