সালমানের হত্যা মামলা মুলতবি
সালমানের হত্যা মামলা মুলতবি
গাড়ি চাপা দিয়ে অনিচ্ছাকৃত হত্যার দায়ে সালমান খানের মামলার শুনানি ১ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন মুম্বাই উচ্চ আদালত। মামলা-সংক্রান্ত ‘পেপার বুক’ ও অন্যান্য কাগজপত্র তৈরি হয়নি জানিয়ে শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন তার আইনজীবী অমিত দেশাই। বিফল হননি তিনি। দ্রুত কাগজ তৈরির নির্দেশ দিয়ে গত ১৫ জুন মামলার শুনানি আগামী মাস পর্যন্ত মুলতবী করেছেন বিচারপতি এআর জোশি।
মহারাষ্ট্র সরকারের আইনজীবী এসএস সিন্ধেও শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে আপত্তি তোলেননি। এ সময় সালমান আদালতে ছিলেন না। তার পক্ষে হাজির হন বোন আলভিরা খান। গত ৬ মে মুম্বাইয়ের দায়রা আদালতে সালমানকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়।