সালমানের বিয়ে নিয়ে কি বললেন আবরাজ?

21/08/2016 11:51 amViews: 4
সালমানের বিয়ে নিয়ে কি বললেন আবরাজ?
 
সালমানের বিয়ে নিয়ে কি বললেন আবরাজ?
সালমান খানের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে সব সময়ই উৎসাহ দেখিয়েছে তার ভক্তরা। বিভিন্ন নায়িকার সঙ্গে সালমানের নাম জড়ালেও বলিউডের এই ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ যে কবে বিয়ের পিঁড়িতে বসবেন তার উত্তর কিন্তু কারুর জানা নেই।
বেশ কিছুদিন ধরেই সালমান এবং রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে বিভিন্ন হেডলাইন তৈরি হচ্ছে। শোনা যাচ্ছে, রোমানিয়াতে ইতোমধ্যেই নাকি লুলিয়াকে ‘দোয়ামনা খান’ বা ‘রয়্যাল মিসেস খান’ বলে সম্বোধন করা হচ্ছে। কারণ, ক‘দিন আগেই নাকি তারা লুকিয়ে বিয়ে করে নিয়েছেন।
আবার এও শোনা যাচ্ছে, এই বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে যাবেন সালমান-লুলিয়া।
সালমান তো বটেই, তার পরিবারের মোটামুটি সবাইকেই তাদের বিয়ে নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়েছে। কিন্তু সালমানের মতো বাকিরাও এই ব্যাপারে চুপ থেকেছেন।
সম্প্রতি সালমানের ভাই আরবাজ খানকে আরও একবার এই প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, ‘যখন থেকে সালমান অভিনয় শুরু করেছে তখন থেকেই তার বিয়ের কথা শুনছি আমরা। তার যখন বিয়ে করার ইচ্ছা হবে তখন করবে।’
ক‘দিন আগে সালমান জানিয়েছিলেন, তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে ভক্তদের জানাবেন। এবার দেখা যাচ্ছে তার জন্যেই অপেক্ষা করতে হবে সবাইকে

Leave a Reply