সালমানের নাম শুনেই রেগে আগুন ঐশ্বরিয়া!

25/05/2016 1:47 pmViews: 7
সালমানের নাম শুনেই রেগে আগুন ঐশ্বরিয়া!
 
সালমানের নাম শুনেই রেগে আগুন ঐশ্বরিয়া!
সালমান খানের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে কবেই। তারপর জীবন বাঁক বদল করেছে কত। বর হিসেবে বেছে নিয়েছেন অভিষেক বচ্চনকে। কোল আলো করে এসেছে সন্তান, আরাধ্য। মাঝে বিরতি নিয়েছেন অভিনয় থেকে। মেয়ে একটু বড় হতেই আবার ফিরেছেন বি-টাউনে।
এই এতো কিছুর পর সেই পুরনো প্রেম বা প্রেমিক নিয়ে প্রশ্ন উঠলে রেগে যাওয়াই স্বাভাবিক ঐশ্বরিয়া রাইয়ের। সেটাই ঘটলো, সালমান খান নিয়ে প্রশ্ন উঠতেই রেগেমেগে আগুন হয়ে গেলেন সাবেক বিশ্বসুন্দরী।
কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত ঐশ্বরিয়া l তাই বলে, আরাধ্যা বা অভিষেককে সময় দেবেন না, তা হয় নাl ব্যক্তিগত জীবন আর কাজ, বেশ ব্যালান্স করেই সামনে এগিয়ে যাচ্ছেন রাই সুন্দরিl
অতীতের কোনও কিছুই যে ঐশ্বরিয়া আর মনে করতে চান না, সেটা অনেকবারই প্রমাণ করেছেন। আর তাই এবার যখন সালমান খানের প্রসঙ্গ তোলা হলো সুন্দরির সামনে, তিনি বেজায় ক্ষেপে গেলেনl এমনকি, রাগের চোটে ইন্টারভিউ ছেড়ে বেরিয়েও গেলেন তিনিl
প্রশ্ন ছিল, ভবিষ্যতে কি আর কোনওদিন সালমান খানের সঙ্গে অভিনয় করবেন ঐশ্বরিয়া? প্রশ্ন শুনেই, ক্ষেপে যান রাই সুন্দরিl এবং, ক্যামেরার সামনে থেকে উঠে চলে যানl
তিনি যে আর কোনোভাবেই সালমান প্রসঙ্গে এতটুকু আগ্রহী নন, তা আরও একবার স্পষ্ট করে দিলেনl শুধু তাই নয়, ওই ইন্টারভিউ-এর ওই অংশটি যাতে টেলিকাস্ট না করা হয়, সে বিষয়েও অনুরোধ করেন ঐশ্বরিয়াl সূত্র- এবিপি লাইভ ও ডেক্কান ক্রনিক্যাল।

Leave a Reply