সালমানের ‘ধর্ষিতা নারী’ ইস্যুটিকে অতি বাড়াবাড়ি বললেন সোনাক্ষি
সালমানের ‘ধর্ষিতা নারী’ ইস্যুটিকে অতি বাড়াবাড়ি বললেন সোনাক্ষি
সালমান খানের ‘নারী ধর্ষিতা’ ইস্যু নিয়ে এরই মধ্যে সরগরম হয়েছে বলিউডসহ রাজনৈতিক অঙ্গনও। অনেকেই সালমানকে ক্ষমা চাইতে বলেছেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বলিউড তারকা আবার এ অভিনেতাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন। আবার অনেকে বিষয়টি নিয়ে হৈচৈ-কে বাড়াবাড়িও মনে করছেন। সালমান বলেছেন একটি বিষয়ে, আর সেটাকে অন্যদিকে নেয়া হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তিনি বলেছেন, এই বিষয় ছাড়াও অনেক বিষয় আছে। দেশের অন্য সমস্য নিয়ে ভাবুন। এবার এটাকে বাদ দিন। প্রিয়াংকার পর এবার সালমানের পক্ষে বক্তব্য দিলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। সম্প্রতি সালমানের ‘ধর্ষিতা নারী’ ইস্যুটিকে ‘অতি বাড়াবাড়ি’ বলে মিডিয়াকে জানিয়েছেন তিনি। ‘আকিরা’ ছবির প্রচারণায় এ নায়িকা গিয়েছিলেন দিল্লিতে। সেখানে তাকে সালমানের এ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে সোনাক্ষি বলেন, এটা অতি বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। সালমান যেটা বোঝাতে চেয়েছেন সেটা বুঝেও অনেকে বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করতে চাইছেন। আর যাদের কাজ নেই তারাই এ নিয়ে বিতর্কে জড়াচ্ছেন। এই অতি বাড়াবাড়িটা বন্ধ করা দরকার। আর সালমান কেমন সেটা সবাই জানেন। নারীদের প্রতি তার সম্মানের কথাও কারও অজানা নয়। সুতরাং, এ বিষয়টি নিয়ে আর কথাই বলা উচিত নয়। উল্লেখ্য, সালমান তার ঈদের ছবি ‘সুলতান’ এ একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন। এ চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। সেই পরিশ্রমের কথা জানতে চেয়েছিল সাংবাদিকরা। সে সময় তিনি বলেছিলেন, যখন শুটিং শেষ হতো। হাঁটতে পারতাম না। নিজেকে ধর্ষিতা নারী মনে হতো। ব্যাস, সালমানের এই বক্তব্য নিয়ে শুরু হয়ে যায় আলোচনা ও সমালোচনা। সালমান এসবের বিপরীতে বলেছেন, এখন থেকে খুব কম কথা বলবো।