সালমানের দিকে তোপ দাগলেন রাবিনা

12/05/2015 3:56 pmViews: 2
সালমানের দিকে তোপ দাগলেন রাবিনা

হিট অ্যান্ড রান মামলায় যেখানে গোটা বলিউড সালমান খানের পাশে, সেখানে উল্টো পথে হাঁটলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সালমান ইস্যুতে তার বিস্ফোরক মন্তব্য, ‘দোষ করলে তো ফল ভুগতেই হবে।’

প্রসঙ্গত, মুম্বাইয়ের দায়রা আদালত হিট অ্যান্ড রান মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে অবশ্য বোম্বে হাইকোর্ট তার সাজা স্থগিত রাখে। একইসঙ্গে জামিনও বহাল রাখে।

আর এই প্রসঙ্গে টুইটারে রাবিনা সালমানের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছেন। তিনি সালমানের হিট অ্যান্ড রান ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সমবেদনা জানিয়ে একের পর এক টুইট করেন। পাশাপাশি সালমানকে উদ্দেশ্যে করে বলেন, ‘মারাত্মক ভুল করলে তার মাশুল তাকে সারাজীবনই দিয়ে যেতে হবে। ভগবান ও আইন এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

রাবিনা আরো বলেন, ‘যে যা কাজ করবে তার ফল তো ভুগতেই হবে। এ ব্যাপারে কোনো কিছু বলার আমরা কেউ নই।’

এমন মন্তব্যে করলেও দায়রা আদালতের রায়ের আগে বলিউডের অন্যান্য তারকাদের মতো রাবিনাও সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন।

Leave a Reply