সার্বিক পরিস্থিতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক আজ
নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করতে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়, সে কারণেই বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশনাররা। এ সময় তিনি বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী শুক্রবার সকাল ৮টার পর থেকে সকল ধরণের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।