সারাদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত ৭
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিল ৬ দশমিক ৮।
এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরের রাজধানী ইমপাল থেকে ৩৩ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার পূর্ব উত্তরে। পূর্ব ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায়। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।
এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সারাদেশের ঘুমন্ত মানুষ। রাজধানীবাসীর বেশিরভাগই বাসার ছাদে কিংবা রাস্তায় নেমে যায়।
এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ঢাবির সূর্যসেন হলের দু’জন, জসিম উদ্দীন হলের দু’জন, বঙ্গবন্ধু হলের দু’জন ও জিয়া হলের একজন।
তারা সবাই আতঙ্কগ্রস্ত অবস্থায় ভবন থেকে নিচে নামতে গিয়ে আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ গত ২৫ এপ্রিল অনুভূত হওয়া ভূমিকম্পে ঢাবির ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেয়।
সারাদেশ:
কেঁপে উঠলো কুমিল্লা: ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধির পাঠানো সংবাদ অনুযায়ী, নগরীর মসজিদে তখনই ফজরের আযান হয়নি। অধিকাংশ লোক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চারদিকে মানুষের আর্ত-চিৎকার। বাসা-বাড়ি থেকে মানুষ রাস্তায় নেমে আসে।
শক্তিশালী ভূমিকম্পে সোমবার ভোর প্রায় ৫টা ৫ মিনিটে সারা দেশের ন্যায় কুমিল্লাও কেঁপে উঠে। কয়েক সেকেন্ডে স্থায়ী ওই ভূমি কম্পনের ফলে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে নগরীর বহুতল ভবনের বাসিন্দারা ভয়ে আতংকিত হয়ে ভবন থেকে নীচে রাস্তায় নেমে আসে। এদিকে ভূমিকম্পনের ফলে এখনো কুমিল্লার কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা ও আশপাশ এলাকায় ভূ-কম্পন অনুভূত: চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো সংবাদ অনুযায়ী, ৪ জানুয়ারি সোমবার ভোর ৫টা ৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলার সর্বত্র ও এর আশপাশ এলাকায় শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। এই ভূ-কম্পনের স্থায়ীত্ব ছিল ৫ থেকে ৭ সেকেণ্ড।
এ অবস্থায়, এই জনপদের ঘূমন্ত অনেক মানুষ জেগে ওঠে এবং ঘর-বাড়ি থেকে দ্রুত বাইরে ফাঁকা স্থানে গিয়ে আশ্রয় নেয়। ভোর পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর জানা জানা যায় নি।
এছাড়া সারা দেশে ইত্তেফাকের প্রতিনিধিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে জানা গেছে, তাদের এলাকাতেও এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভয়ে লোকজন ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছে।
তবে এখন পর্যন্ত কোথাও থেকে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি