সারাদেশে সহিংসতায় নিহত ৬

27/10/2013 12:41 pmViews: 8

Hartal---6 diedপ্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন রবিবার দেশের বিভিন্নস্থানে বিচ্ছিন্ন সহিংসতায় ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশসহ শতাধিক আহত হয়েছে।

এসব সহিংসতায় পাবনার মুলাডুলিতে শিবিরকর্মী জুলহাস উদ্দিন মুন্নাফ (৩৫), যশোরে যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল (৩৫), ফরিদপুরে যুবদল কর্মী মারুফ হোসেন (৩৮), পিরোজপুরে যুবলীগকর্মী স্বপন শীল (২৫), বগুড়ায় শাহজাহান আলী (৪২) এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মোসলেম উদ্দিন নিহত হয়েছেন।

পাবনা

পাবনা প্রতিনিধি জানান, হরতালের প্রথমদিনে রবিবার পাবনার মুলাডুলিতে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে জুলহাস উদ্দিন মুন্নাফ (৩৫) নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছে। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহত জুলহাস উদ্দিন মুন্নাফ ঈশ্বরদী উপজেলার সড়ইকান্দি গ্রামের শফি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-ঢাকা-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি শেখপাড়া এলাকায় বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে মিছিলসহ পিকেটিং করছিলেন ১৮ দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। ১৮ দলের নেতাকর্মীদের ওপর গুলি চালায় ছাত্রলীগ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জুলহাস মারা যান। এছাড়া, সংঘর্ষে ঈশ্বরদী উপজেলা শিবিরের সভাপতি ফরিদ আহমেদসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের ঈশ্বরদী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান তিনি।

যশোর

যশোর প্রতিনিধি জানান, অভয়নগরে বিএনপি-জামায়াতের হামলায় নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল (৩৫) নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই যুবলীগ নেতা শিমুল তার লোকজন নিয়ে নওয়াপাড়ায় হরতাল বিরোধী মহড়া দেয়। সকাল ৯টার দিকে এ মহড়ার অংশ হিসেবে তারা নওয়াপাড়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় অবস্থান করছিল। এ সময় হরতাল সমর্থনে বিএনপি-জামায়াতের একটি মিছিল ওই এলাকায় যায়। এ মিছিল থেকে শিমুলের ওপর হামলা চালানো হয়। তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় হরতাল সমর্থকরা। ঘটনাস্থলের পাশে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়ার পর সেখানে শিমুলের মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, বিএনপি-জামায়াতের মিছিল থেকে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর হামলার শিকার হয়ে শিমুল ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ অভয়নগর থানায় রয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।

যুবলীগ নেতা হলেও শিমুলের বিরুদ্ধে অভয়নগরে একাধিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কয়েকমাস আগে শিমুল জেল থেকে ছাড়া পায়। এর আগে তার বিরুদ্ধে হরতালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে। কিন্তু জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাবের ছত্রছায়ায় থেকে তিনি সব অপকর্ম থেকে পার পেয়ে যেতেন।

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি জানান, নগরকান্দায় ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন বিএনপি ও পুলিশের সংঘর্ষে যুবদল কর্মী মারুফ হোসেন (৩৮) নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সকালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একত্রিত হয়ে মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। এতে তারা পুলিশ ওপর ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে যুবদল কর্মী মারুফ ঘটনাস্থলে মারা যায়। এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। আভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা খোলা থাকলে ও উপস্থিতির সংখ্যা অনেক কম।

এদিকে বর্তমানে পুলিশ ছাগলদি এলাকায় অবস্থান করছে। আর চারদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অবস্থান নিয়ে আছে। যেকোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরে জিয়ানগরের বানিয়ায় যুবলীগকর্মী স্বপন শীলকে (২৫) বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পেটানোর আগে তার পায়ের রগ কাটা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বপন শীল বানিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী। রবিবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

এসময় বাপ্পি মোল্লা নামে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহত করে পায়ের রগ কেটে দেয়া হয়। তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া

গাবতলীতে হরতালের সমর্থনে মিছিল করাকে কেন্দ্র করে দুপুর একটার দিকে বিএনপি সমর্থিত পৌর মেয়র মোরশেদ মিলটন এবং উপজেলা চেয়ারম্যানের জাহিদুল ইসলামের সমর্থক দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় মেয়র পক্ষের ছুরির আঘাতে প্রতিপক্ষের শাহজাহান আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হন।

গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) লুত্ফর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।

সীতাকুণ্ড

সীতাকুণ্ডে উপজেলায় জামায়াত-শিবিরের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজন আওয়ামী লীগ নেতা চিকিত্সাধীন রয়েছেন।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেনারখিল গ্রামে রবিবার সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের ঘরে ঘরে হামলা চালায়। এ সময় তাদের হামলায় তিনজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে এর মধ্যে যুবলীগ নেতা মোসলেম উদ্দিন মারা যায়। গুরুতর আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

জামায়াত-শিবিরের হামলায় সেখানে আওয়ামী লীগ, যুবলীগের অনেক নেতাকর্মী অবরুদ্ধ রয়েছে বলে জানা গেছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মোবাইল ফোনে জানান, তার সঙ্গে অনেক নেতাকর্মী সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। তিনি মোসলেম উদ্দিনের নিহতের খবর নিশ্চিত করেছেন।

Leave a Reply