সারাদেশে বই উৎসব চলছে
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে বই উৎসব। শুক্রবার সকালে রাজধানীর গর্ভমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ভালো মানুষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। এবার ৪ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৯১ বিষয়ের ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি বই বিতরণ করা হচ্ছে।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সকাল ১০টায় ‘পাঠ্যপুস্তক বিতরণ উৎসব’ পালন করছে রাজধানীর মিরপুর নম্বরে ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ীর কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
বই উৎসবের মাধ্যমে সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে যাচ্ছে সাড়ে চার কোটি বিনামূল্যের পাঠ্যবই। ছাপা শেষে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের জন্য সারাদেশে পৌঁছে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে উৎসবের মাধ্যমে পাঠ্যবই বিতরণ করে আসছে সরকার।