সারাদেশে জামায়াতের নাশকতার ছক গোপন বৈঠক, সাত জেলায় ২৭ জামায়াত-শিবির-বিএনপি নেতাকর্মী আটক

19/10/2013 8:16 pmViews: 23

images jamatডেস্ক ॥ প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশে নাশকতা চালানোর জন্য নতুন করে তৎপর হয়ে ওঠেছে জামায়াত-শিবির। আগামী ২৫ অক্টোবরকে কেন্দ্র করে একটি ইস্যু সৃষ্টির জন্য জেলায় জেলায় জামায়াত-শিবির গোপন বৈঠক চালিয়ে যাচ্ছে। গোপন বৈঠক করার সময় খুলনায় জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল এলাকা থেকে তাদের আটক করা হয়। কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুখ্যাত রোহিঙ্গাদের টেকনাফের উপকূলীয় এলাকা শামলাপুরে জড়ো করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে আমতলীর দুজন শীর্ষ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা চালানোর চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে শনিবার সকালে খোরশেদ আলম নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের।
খুলনা অফিস ॥ নাশকতার আশঙ্কায় শুক্রবার গভীর রাতে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গরের আবাদ এলাকা থেকে জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে।
ডুমুরিয়ায় গোপন বৈঠক থেকে আটককৃতরা হলো তৈয়েবুর রহমান (৩৬), ইউনুস সরদার (৩৫), ইসলাম বিশ্বাস (৩৭), মেহেদী হাসান (২৫), হাবিবুর রহমান (২৫), ইউনুস আলী (৩০), শফিকুল ইসলাম (২৬), ইলিয়াস আলী (৩০), হান্নান গাজী (৩৮) ও শামীম সরদার (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দিয়ে পুলিশ ১০ জনকে আটক করেছে। এ সময় ১৪-১৫ জন পালিয়ে যায়।
খুলনার পাইকগাছা উপজেলায় জামায়াতের আটককৃত দুই নেতা হলেন- চাঁদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর ও জামায়াত নেতা কামরুল ইসলাম (৩৫) এবং একই ওয়ার্ডের জামায়াতের আমির মাওলানা আব্দুল বারী (৫৫) ।
কক্সবাজার ॥ কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রিত দুইটি শরণার্থী শিবির ও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কুখ্যাত রোহিঙ্গাদের টেকনাফের উপকূলীয় এলাকা শামলাপুরে জড়ো করা হয়েছে বলে জানা গেছে। চরাঞ্চলে ঝুপড়ি তৈরি করে তাদের সেখানে আশ্রয় দেয়া হয়েছে। ২৫ অক্টোবরকে টার্গেট করে একাধিক মৌলবাদী গোষ্ঠী ও জামায়াতীরা বিভিন্ন কৌশলে মিয়ানমার সীমান্ত ও পাহাড়ী এলাকা থেকে অস্ত্র নিয়ে যাচ্ছে তাদের গন্তব্য স্থলে। উপকূলীয় ও সীমান্ত এলাকার একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। কক্সবাজারের রামু থেকে দেশে তৈরি তিনটি এলজি বন্দুকসহ জান্নাতুল ফেরদৌস (৩৫) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঈদগড় পাইন্যাশিয়া থেকে রামু থানা পুলিশ ওই মহিলাকে আটক করে। আটক মহিলা কোদালিয়া কাটা গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী এবং স্থানীয় সোলাইমানের কন্যা। সূত্র জানায়, দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে বেসামাল করতে মৌলবাদী গোষ্ঠী একের পর এক পরিকল্পনা করে চলছে। সূত্রমতে, মহিলাদের শরীরে বেঁধে, হরেক রকমের মালামালের ভিতর লুকিয়ে ও সমুদ্র পথে অস্ত্র এনে মজুদ করছে তারা।
টেকনাফের বাহারছড়া শামলাপুর ঝাউবাগানে অস্থায়ীভাবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য মজুদকৃত ১শ’ বস্তা চালও ইতোপূর্বে জব্দ করেছিল পুলিশ। ঝাউবাগানে বসবাসরত কয়েক হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে বিতরণ করার জন্য ১শ’ বস্তা চাল গোপনে মজুদ করার খবর পেয়ে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের টুআইসি এএসআই অনু মং মারমার নের্তৃত্বে চরপাড়ার নুরুল আলম সওদাগরের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব চাল জব্দ করা হয়েছিল।
আমতলী ॥ শুক্রবার রাতে আমতলী পৌর জামায়াতের আমির ও বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক মোঃ কবির হোসেন ও পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক এবং ইউনুছ আলী খান কলেজের প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসেনকে পৌর শহরের বাসভবন থেকে পুলিশ গ্রেফতার করেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামসুল হক জানান, নাশকতামূলক কর্মকা- ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদল নেতা জিয়া ব্রিগেডের সভাপতি সাইফুল ইসলাম বাবুলকে শুক্রবার গভীর রাতে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই মামলায় পৌরশহরের ৬নং ওয়ার্ডে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ মামলার আসামি পাপ্পুকে গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ। গ্রেফতারের পর পরই সাইফুল ইসলাম বাবুলের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয় আসামি। শুক্রবার গভীর রাতে বাবুলকে গ্রেফতার করে পুলিশ। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান বলেন, বাবুলের বিরুদ্ধে আসামি ছিনতাই, পুলিশের ওপরে হামলা ও বিস্ফোরক আইনে বিভিন্ন মামলা রয়েছে।
সিরাজগঞ্জ ॥ গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ বিএনপি ও জামায়াত কর্মীকে আটক করেছে। সিরাজগঞ্জ সদর থানায় আটককৃতরা হলো বিএনপি কর্মী লিয়াকত আলী, আরিফ হোসেন ও জামায়াত কর্মী জহুরুল ইসলাম, রায়গঞ্জ থানা পুলিশ বল্লা ভেংগুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত কর্মী শরীফ উদ্দিনকে আটক করে। এ ছাড়া সলঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বেতুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে বিএনপি কর্মী সুলতান আহমদ ও চড়িয়াশিকার গ্রামের জামায়াত কর্মী আলমকে আটক করে। পুলিশ জানায়, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে খোরশেদ আলম নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বাগেরহাট ॥ বাগেরহাটে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় কচুয়ায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ জামায়াতের চার নেতাকে পুলিশ আটক করেছে। শনিবার দুপুরে থানা পুলিশ উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের জনৈক মাহাতাবের বাড়ি থেকে তাদের আটক করে। এরা হলেন- কচুয়া উপজেলা জামায়াতে আমির ও টেংরাখালী হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, উপজেলার ধোপাখালী ইউপি জামায়াতের সভাপতি শেখ নুরুল ইসলাম ও মঘিয়া ইউপি সভাপতি মোঃ আলী আকবর। এ সময় জিহাদী বই ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জিহাদ খান জানান, ওই বাড়িতে জামায়াতের নেতারা নাশকতামূলক কর্মকা- ঘটানোর জন্য গোপন বৈঠক করছিল এমন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় দলের অপর নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply