সারাদেশে ঈদুল আজহা উদযাপিত
প্রতিবেদক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, কলেমা খচিত পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হয়।
রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণসহ সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মুফতি মহিবুল্লাহ হিল বাকী নাদভী ঈদের নামাজে ইমামতি করেন।
জাতীয় ঈদগাহে নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুসল্লীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।
ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঈদের এই প্রথম জামাতে মহিলা ও বিদেশী কূটনীতিকদের নামাজ আদায়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়। মহিলারাও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।
এ ছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় এবার দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত ১৮৬তম জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী ফরিদ উদ্দিন মাসউদ।
ঈদুল আযহা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর সহধর্মিনী রাশিদা খানম, সরকারের শীর্ষপর্যায়ের ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের জন্য এ সম্বর্ধনার আয়োজন করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খোন্দকার, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম ফারুক খান ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীগণ সম্বর্ধনায় যোগ দেন।
এ ছাড়া সম্বর্ধনায় যোগ দেন সুপ্রিম কোর্টের বিচারকগণ, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সম্পাদক, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ।
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণও সম্বর্ধনায় অংশ নেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের স্বাগত জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সমৃদ্ধ জীবন কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং দরিদ্রসহ সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পরে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারক, ঊর্ধ্বতন কর্মকর্তা, তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী, মিষ্টান্ন, সেমাই, ফলমূল ও কেক দিয়ে তাদের আপ্যায়ন করেন।
বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিনিধি ও সংবাদদাতারা জানান, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, টাঙ্গাইল, মাগুরা, নড়াইল ও খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।