সারাদেশে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ

10/11/2013 11:26 amViews: 9

fani hডেস্ক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দিন রবিবার সারাদেশে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হরতাল সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। চট্টগ্রামের হাটহাজারীতে হরতাল সমর্থকদের ধাওয়ায় অটোরিকশা উল্টে নির্মল দাস নামের একজন যাত্রী নিহত হয়েছেন। কর্মস্থলে লোকজনের উপস্থিতি ছিল স্বাভাবিক। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও ট্রেন চলাচল করছে স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

চট্টগ্রাম : সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাদুনাঘাট এলাকায় হরতাল সমর্থকদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী নির্মল দাস (৪৫) গুরুতর আহত হন। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার মাদারসা এলাকায়। বাবার নাম কান হরিদাস। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর : ভোরে টঙ্গী-নরসিংদী সড়কের টঙ্গী এলাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু টায়ার জ্বালিয়ে অবরোধ করেন হরতালকারীরা। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ও বাঘের বাজার এলাকায় হরতাল সমর্থকরা গাড়ি ভাঙচুর করেন। এদিকে সহিংসতার অভিযোগে জেলার ৬টি থানা এলাকায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পাবনা : হরতালের শুরুতে সকাল ৬টা থেকে পাবনা-নগরবাড়ী ও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করেন ১৮ দলের নেতাকর্মীরা। কয়েকটি স্থানে তারা বিক্ষোভ করেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আটকের প্রতিবাদে পাবনা মোটর শ্রমিক ও ট্রাক চালক ইউনিয়নের ডাকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

 

সাতক্ষীরা : শহরের নিউমার্কেট, ইটাগাছা, শহরের বাইরে কদমতলা, বাঁকাল, রামচন্দ্রপুরসহ জেলার বিভিন্নস্থানে হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন হরতাল সমর্থকরা।

টাঙ্গাইল : টাঙ্গাইলে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দল।

ঝালকাঠি : ঝালকাঠিতে যুবদল সভাপতিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আওরাবুনিয়া ইউনিয়ন যুবদল সভাপতি লাল মিয়া, সাতুরিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি হান্নান সরদার, নলছিটির বিএনপির নেতা রুবেল সহ ৫ জনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালীতে দুটি ট্রাক ভাঙচুর করেছেন শিবির কর্মীরা। ঝিনাইদহে বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেয়ায় বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সকালে ঝিনাইদহ শহরে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ৫ জামায়াত কর্মী।

সিরাজগঞ্জ: সকাল সাড়ে ৭টায় শহরের রেলগেট এলাকায় ২টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। ভোরে নলকায় রংপুরগামী ধান বোঝাই একটি মিনি ট্রাকে আগুন দেয় পিকেটাররা। এদিকে সহিংস ঘটনায় জড়িত অভিযোগে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের রোকন শামছুল আলম তালুকদার, ছাত্রদলের মুরাদ ও আসলামকে আটক করেছে।

নেত্রকোনা: কেন্দুয়া উপজেলায় বিএনপির ৭ কর্মী সমর্থককে পুলিশ আটক করেছে। শনিবার দিবাগত রাত ও রবিবার ভোরে তাদেরকে আটক করা হয়। তারা হলেন, ঝিনুক খান, বাবুল মিয়া, রতন মিয়া, আ. মান্নান, আবু বকর, আরিফুজ্জামান আরিফ ও জিয়াউর রহমান। এদিকে শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম হিলালীর পৌরশহরের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।

বেনাপোল: বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া থেকে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টা সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মনির হোসেন, ইন্তানুর রহমান, শহিদুল ও ইয়ানুর।

কুষ্টিয়া : ভেড়ামারায় এস এম পরিবহন এবং কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে অপর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকালে কুষ্টিয়া শহর, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে হরতাল সমর্থকরা টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

 

ফেনী : জেলার মধ্যম ছাড়িপুরে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। অন্যদিকে ফেনীর ফুলগাজিতে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

Leave a Reply