সাম্প্রদায়িকতার সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে ফেলা হবে।
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে আসাদ এভিনিউয়ের সিবিসিবি সেন্টারে ‘বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন’- এর পঞ্চম কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশের আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও।
পরে সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের কোণঠাসা করেছে। তবে এই অভিশাপ থেকে মুক্ত হতে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমাদের হূদয়ে বাংলাদেশ। অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য এ সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল প্রক্রিয়া চালাচ্ছে। আমরা জানিয়ে দিয়েছি, যে যাই করুক এখানে কোনো সাম্প্রদায়িক কথা বলতে দেয়া হবে না। কোনো সন্ত্রাস জঙ্গিবাদ এদেশে চলবে না। কোনো সন্ত্রাস, জঙ্গিবাদের এখানে আমরা হতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এমনকি আলেম সমাজও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে।