সাবেক সচিব ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

30/08/2015 7:13 pmViews: 5
সাবেক সচিব ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করার বিষয়টি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে মন্ত্রী জানান, মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ ভুয়া প্রমাণিত হয়েছে। তাই তার সনদ বাতিল করা হয়েছে।

মোজাম্মেল হক বলেন, মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ প্রথমে স্থগিত করে তাকে শুনানির সুযোগ দেয়া হয়েছিল। শুনানিতে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণে তিনি ব্যর্থ হন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের সুপারিশে গত বছরের ১৪ সেপ্টেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোল্লা ওয়াহিদুজ্জামান বর্তমানে বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

Leave a Reply