সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
এ সময় সন্ত্রাসীরা ডা. তাহেরের চাচাতো ভাই ফয়েজ আহমেদ এবং পার্শ্ববর্তী দিনমজুর শাহ আলমের বাড়িসহ ১০টি বাড়ি এবং স্থানীয় তাহের মিয়াজীর মাইক্রোবাস ভাঙচুর করে। সম্পূর্ণ বিনা উস্কানিতে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় সেখানকার নারী-পুরুষ ও শিশুসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডা. তাহেরের মতো একজন জাতীয় নেতার বাড়িতে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রকাশ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভার আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ। এদিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জামায়াতের সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুরের কোনো সংবাদ আমার কাছে নেই। কেউ অভিযোগও করেনি। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বিক্ষোভের কথা শুনে পুলিশ মোতায়েন করা হয়েছে।