সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

18/04/2022 6:00 pmViews: 7
সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন। এমন গুঞ্জন পুরো পাকিস্তানে। বিলাওয়াল যে পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন সে ইঙ্গিতও দিয়েছেন ক্ষমতাসীন পিএমএলএনের নেতারা। দ্রুত দেশটিতে ক্ষমতার পালাবদলের পর এখন পিএমএলএনের সরকার নতুন মন্ত্রীপরিষদ গঠনের দিকে দৃষ্টি দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পিএমএলএনের নেতা রানা সানাউল্লাহ রোববার নিশ্চিত করেছেন যে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জিও নিউজকে বলেছেন, জোটের শরিকদের মধ্যে আলাপ আলোচনা শেষে এটাই সিদ্ধান্ত হয়েছে যে, পিপিপি পাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি আরও যোগ করেন, তবে আমি নিশ্চিত নই যে- শেহবাজ শরিফের মন্ত্রীপরিষদের অংশ হতে যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। মিডিয়াকে রানা সানাউল্লাহ বলেছেন, মিত্রজোটের মধ্যে মন্ত্রী পদ বিতরণ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।

এ সিদ্ধান্ত নেয়ার জন্য জোট একদিন সময় নিয়েছে। জোটের শরিকগুলোর মধ্যে বিতরণ করা হবে এসব পদ। প্রতিটি দল তাদের পছন্দের নাম জমা দেবে। পার্লামেন্টে প্রতিটি দলের দখলে থাকা আসনের অনুপাতে এসব পদ দেয়া হবে। এর মধ্যে পিপিপি পাবে ১১টি পদ। পিএমএলএন পাবে ১৪টি পদ। এর আগে মন্ত্রীপরিষদে যোগ দেয়ার সিদ্ধান্ত অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ইমরান খানকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার নেপথ্য কারিগরদের মধ্যে তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

Leave a Reply