সাবেক গোয়েন্দা প্রধান হামিদ গুলের মৃত্যু

16/08/2015 5:10 pmViews: 6

সাবেক গোয়েন্দা প্রধান হামিদ গুলের মৃত্যু, ‘স্বস্তিতে যুক্তরাষ্ট্র ও ভারত’

 

পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাবেক প্রধান হামিদ গুল আর নেই। ৭৯ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ঘটনায় ইন্তেকাল করেছেন তিনি। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আইএসআইয়ের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেছিলেন হামিদ গুল। ১৯৮০’র দশকে পাকিস্তান সেনাবাহিনীর সামরিক কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। রাজধানী ইসলামাবাদের ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মুরী অঞ্চলের একটি সামরিক হাসপাতালে গতকাল রাতে মৃত্যু হয় তার। বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন গুল। আফগানিস্তানের তালেবান সরকারের একনিষ্ঠ ও দৃঢ় সমর্থক ছিলেন তিনি। পাকিস্তানে অস্থিতিশীলতার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ভারতকে প্রায়ই দায়ী করতেন। যুক্তরাষ্ট্রের নীতির কট্টর সামালোচক ছিলেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামিদ গুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অ্যামেরিকান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ অনুষদের চেয়ারম্যান এবং বৃটেনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক আকবর আহমেদ বলেছেন সেনাবাহিনীতে হামিদ গুলের ক্যারিয়ার তাকে রাজনৈতিক অঙ্গনে এতো খ্যাতনামা ব্যক্তিত্ব হওয়ার বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছিল। তিনি বলেন, ওয়াশিংটন ও দিল্লি গুলের মৃত্যুতে স্বস্তি বোধ করবে। কারণ, যুক্তরাষ্ট্র ও ভারত গুলকে ‘শত্রুভাবাপন্ন বা প্রতিকূল শক্তি’ বলে বিবেচনা করতো। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়রের প্রশাসন হামিদ গুলকে জাতিসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু, চীনা প্রতিনিধিবর্গ সেই প্রচেষ্টায় বাধ সাধে ও থামিয়ে দেয়।

Leave a Reply