সাবেক এমপি এমএম শাহীন কারাগারে
সাবেক এমপি এমএম শাহীন কারাগারে

কুলাউড়ার সাবেক এমপি, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা এম এম শাহীনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । কুলাউড়া উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সারওয়ার আলম বেলাল ও সুরমান আহমদ জানান, এমএম শাহীন আজ দুপুরে মৌলভীবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ৩নং আমলী আদালতের দ্বায়িত্ব প্রাপ্ত বিচারক জিহাদুর রহমানের আদালতে আতœসর্মপন করে পুলিশ অ্যাসল্ট মামলার জামিন চাইলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। নেতৃবৃন্দ জানান, গত ৫ই জানুয়ারী এম এম শাহীনের নেতৃত্বে কুলাউড়া বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি-টিয়ারশেল চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে সহ ৪৩ জনকে জড়িয়ে চার্জশীট আদালতে পেশ করে কুলাউড়া থানা পুলিশ। ওই মামলায় জামিন নিতে গেলে তাকে জেলে পাঠান আদালত।