সানি লিওনকে ভারত ছাড়ার হুমকি হিন্দু মৌলবাদীদের

27/03/2014 10:21 pmViews: 7
সানি লিওনকে ভারত ছাড়ার হুমকি হিন্দু মৌলবাদীদের
সানি লিওন অভিনীত বলিউডের হরর মুভি ‘রাগিনি এমএমএস টু’ নিষিদ্ধ ও সানি লিওনকে ভারত ছাড়ার হুমকি দিয়েছে ভারতের একটি হিন্দু মৌলবাদী সংগঠন। মুভিটি নিষিদ্ধ করা না হলে তারা সিনেমা হলগুলোর সামনে আন্দোলন করবে বলেও হুমকি দিয়েছে।

এ ছাড়াও তারা ভারত থেকে সানিকে বহিষ্কারের দাবি জানিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

হিন্দু জনজাগ্র্রতি সমিতি (এইচজেএস) সিনেমাটিকে ভারতীয় সংস্কৃতি, মর্যাদা ও হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে অবমাননাকর বলে দাবি করেছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুখ্যাত পর্নোতারকা সানি লিওন সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন।’ এছাড়া দেবতা শ্রী-হনুমান চরিত্রের ব্যবহারেও হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। সানি ভারতের নতুন প্রজন্মের রুচিকে বিকৃত করছে বলে দাবি করে সংগঠনটি।  একই সঙ্গে অবিলম্বে সানিকে ভারত থেকে বিতাড়িত করার দাবিও জানায় তারা।

Leave a Reply