সানির গোপন তথ্য ফাঁস

06/10/2013 1:59 pmViews: 20

sany1.thumbnailডেস্ক : বলিউডে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্ণোতারকা সানি লিওনকে নিয়ে আগ্রহের জোয়ার বয়ে যাচ্ছে। তারা সানির দেহের মতো তার ব্যক্তিগত জীবনের সবকিছুই জানার জন্য উদগ্রীব হয়ে আছে। ‘জিসম-২’দিয়ে শুরু এই তারকা বিষয়ে পরিচালকরা যেমন কৌতুহলী তেমনি সাধারন মানুষও জানতে চায় সানির ব্যক্তিগত জীবন নিয়ে। আর তাই এবার চিত্র-সাংবাদিক দিলিপ মেহতা সানি লিওনের অজানা গোপন জীবন নিয়ে একটি বাস্তবভিত্তিক কাহিনীচিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তার এই তথ্যচিত্রটির প্রযোজনা করবেন তারই বোন দীপা মেহতা।

যদিও দিলিপ মেহতা বা দীপা মেহতার পক্ষ থেকে সব ঠিকঠাক করা আছে কিন্তু সানির স্বামী ডেনিয়ল ওয়েভার যে কিনা সানির সব কিছু দেখাশোনা করেন, তিনি বলেন,আমরা কানাডিয়ান একটি প্রোডাকশনের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। যারা আমাদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে আগ্রহী।

সানি এখন ‘রাগিনি এমএমএস’ ‘জ্যাকপট’ ও ‘টিনা এ্যাণ্ড লোলো’সিনেমার জন্য ব্যস্ত আছেন।

Leave a Reply