সাত বছর পর

01/03/2017 7:11 pmViews: 7

সাত বছর পর

 

তারা একই ছাদের নীচে থাকেন। অথচ একসঙ্গে পর্দায় নেই প্রায় সাত বছর। তবে এবার দীর্ঘ সময় পর একসঙ্গে আসছেন তাঁরা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। সাত বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ফিল্মি পর্দায়। অন্তত বলিউডি জল্পনার পালে হাওয়া সে রকমই। সাত বছর আগে অ্যাশ-অভিকে শেষ  দেখা গেছে মণিরত্নমের ‘রাবণ’-এ। বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও সে ছবিতে অ্যাশ-অভির রসায়ন বেশ চোখে পড়েছিল। এবার সেই রসায়নই ফের দেখা যাবে অনুরাগ কাশিয়াপ প্রযোজিত ছবি ‘গুলাব জামুন’-এ। হাল্কা চালের রোমান্টিক এ ছবির স্ক্রিপ্ট পড়ে বেশ খুশি স্বামী-স্ত্রী দু’জনই। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে ‘গুলাব জামুন’ নিয়েই ফের একসঙ্গে আসছেন অ্যাশ-অভি। তবে এই ছবিতে কাজ করা নিয়ে নিজেরা খোলাখুলি কিছু না বলেননি তাঁরা। তবে শোনা যাচ্ছে, এ ছবিতে থাকতে পারেন অমিতাভ বচ্চনও। আর এসব কিছুরই আনুষ্ঠানিক ঘোষনা আসবে খুব শিগগিরই।

Leave a Reply