সাতক্ষীরায় সোনালী ব্যাংকের দুই প্রহরীকে জবাই করে হত্যা

15/07/2015 1:09 pmViews: 5
সাতক্ষীরায় সোনালী ব্যাংকের দুই প্রহরীকে জবাই করে হত্যা

১৫ জুলাই, ২০১৫

সাতক্ষীরার কলারোয়া সোনালী ব্যাংক শাখার দুই প্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুই প্রহরীর নাম- জাহাঙ্গীর হোসেন ও আসাদ  বলে জানিয়েছে পুলিশ। তারা আনসার সদস্য হিসাবে ওই ব্যাংকের নিরাপত্তায় কর্মরত ছিলেন ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের ভিতর ঢুকে পাহারায় থাকা দুই প্রহরীকে হত্যা করেছে। ব্যাংকের গেট ভাঙ্গা অথবা তালা ভাঙ্গার কোনো চিহ্ণ মেলেনি’।

তিনি জানান, তবে ব্যাংকের কোনো টাকাও খোয়া যায়নি। ব্যাংকের ভেতরে কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।

কলারোয়া থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোয়াজ্জেম হোসেন জানান, জবাই করা লাশ দুটি ব্যাংকের সিড়িতে পড়েছিল। সন্ত্রাসীদের চিনে ফেলায় ধস্তাধস্তির পর তারা ব্যাংক লুট করতে না পেরে তাদেরকে জবাই করেছে বলে তার ধারণা। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

নিহত জাহাঙ্গীর (৩২) কলারোয়া  উপজেলার ঝাঁপাঘাট গ্রামের কায়েম হোসেনের ছেলে। অপরদিকে আসাদ (২৫) সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে বলে জানায় পুলিশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনাস্থল থেকে জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply