সাতক্ষীরায় সেফটি ট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার
সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি এলাকায় অধ্যক্ষ আক্তারুজ্জামান কারিগরি কলেজের পরিত্যক্ত বাথরুমের সেফটি ট্যাংক থেকে শাহানারা বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কলেজের এক নৈশপ্রহরীকে আটক করেছে।
মঙ্গলবার দুপুর তিনটায় লাশ উদ্ধার করা হয়। নিহত তালা উপজেলার খলিষখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী শহিদুল গোলদারের স্ত্রী। পাটকেলঘাটা থানার ওসি মামুন-অর রশিদ জানান, গত ৪ জানুয়ারি শাহানারা তার বাবার বাড়ি একই থানার বাগমারা গ্রাম থেকে নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা খলিষখালি এলাকায় অধ্যক্ষ আক্তারুজ্জামান কারিগরি কলেজের পরিত্যক্ত একটি বাথরুমের সেফটি ট্যাংকের মধ্যে এক মহিলার লাশ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কলেজের এক নৈশপ্রহরীকে আটক করেছে।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে পরকীয়া বা স্বামীর পাঠানো টাকা নিয়ে শ্বশুর-শ্বাশুড়ীর সঙ্গে বিবাদের জের ধরে তাকে হত্যা করে বাথরুমের সেফটি ট্যাংকের মধ্যে কেউ ফেলে রাখতে পারে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও তিনি জানান।