সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতাসহ নিহত ২

26/01/2014 9:38 pmViews: 7

 

crossfire-133x150সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় রোববার ভোরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের এক নেতা ও এক সদস্য নিহত হয়েছেন। দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নারকেলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবিরের উপজেলা সেক্রেটারি আবুল কালাম (২২) এবং সদস্য মারুফ হোসেন ওরফে ছোট (২৫)। পরিবারের পক্ষ থেকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছে।
ওসি তারক বিশ্বাস জানান, শনিবার ভোরে কালাম ও মারুফকে দেবহাটার কুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাদের নিয়ে রাতে যৌথ বাহিনী অভিযানে নামে। বিভিন্ন এলাকায় অভিযান শেষে রোববার ভোরে নারকেলি গ্রামের আফগানিস্তান ফেরত যোদ্ধা জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ির দক্ষিণ পাশে পৌঁছে যৌথ বাহিনী। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়ে ওই দুজনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে ৫০টি গুলি ও ১৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় কালাম ও মারুফ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি তারক বিশ্বাস জানান, কালাম ও মারুফের বিরুদ্ধে হত্যাসহ ৯-১০টি মামলা রয়েছে। মারুফ শিবিরের আত্মঘাতী দলের সদস্য বলেও দাবি করেছে পুলিশ।

Leave a Reply