সাতক্ষীরায় পুলিশের সাথে সংঘর্সে জামায়াত নেতা ,মাদরাসা সুপার নিহত
সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াত নেতা ও মাদরাসা সুপার মাওলানা আশরাফুল ইসলাম (৪০) পুলিশের সাথে সংর্ঘসে মারা যায়। বুধবার ভোর রাতে উপজেলার ভদ্রখালি হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জামায়াত নেতা বৈকরা গ্রামের আদম আলীর ছেলে। তিনি সাদপুর দাখিল মাদরাসার সুপার ও বৈকরা ওয়ার্ড জামায়াতের সভাপতি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ মাওলানা আশরাফুল ইসলামকে (৪০) বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে থানায় না নিয়ে ভদ্রখালি হাইস্কুল মাঠে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
কালিগঞ্জ থানার ওসি জানান, গত রাতে তাকে গ্রেফতার করে আনার সময় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় আমাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন তিনি ভারতে পালিয়ে ছিলেন।
নিহত জামায়াত নেতা মাওলানা আশরাফুল ইসলামের (৪০) দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।