সাতক্ষীরায় টর্নেডোর আঘাতে পাঁচ গ্রাম লণ্ডভণ্ড
সাতক্ষীরা সংবাদদাতা :জেলার দেবহাটা উপজেলায় টর্নেডোর আঘাতে পাঁচ গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় কমপক্ষে ৫০ কাঁচাঘর বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাত্ করে উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে। কয়েক মিনিট স্থায়ী এ টর্নেডোতে উপজেলার ভাতশালা, পাঁচপোতা, সখিপুর, কান্তা ও ঈদগা বাজারের ১৫-২০টি দোকান লণ্ডভণ্ড হয়ে যায়।
তিনি জানান, টর্নেডোর আঘাতে ৫০ কাঁচাঘর ভেঙ্গে পড়েছে। আহত হয়েছেন ২০ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। তিনিসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা ঘটনাস্থালে রয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তার দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে দেবহাটা সখিপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে উদ্ধার কাজ পরিচালান করা হচ্ছে।
দেবহাটা উপজেলার মাঘরি গ্রামের দুলাল ঘোষ, নিত্যানন্দ ঘোষ, নিরঞ্জন ঘোষ জানান, হঠাত্ করে প্রচন্ড বেগে ঝড় তাদের গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে আঘাত হানে। প্রবল বেগে আশা ঝড়ে ১০০ কাঁচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। শত শত গাছপালা ও বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে। গাছ ঘরের ওপর পড়ে দেয়োল ধসে আহত হয়েছে ২৫ জনের মত।
তিনি জানান, কিছু বুঝে উঠার আগে কয়েক মিনিট স্থায়ী ঝড়ে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।