সাতক্ষীরায় ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৩
আহত আ. মান্নান শহরের ইটাগাছার হোসেন আলীর ছেলে। এ ঘটনায় আরো তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সদর উপজেলার ঝিটকা গ্রামের দলিলুদ্দীনের ছেলে আমিনুদ্দীন ও দেবহাটা উপজেলার নোড়ার চক গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আশরাফুল আলম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, শ্যামনগর উপজেলার জনৈক আ. রাজ্জাক পালসার মোটরসাইকেলে করে মোজাফফর গার্ডেন সড়ক দিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্নানের নেতৃত্বে সংঘবদ্ধ ছিনতাইকারী দল মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে। পুলিশের একটি পিক-আপও সে সময় ওই এলাকায় যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মান্নান পায়ে গুলিবিদ্ধ হয়। অপর দু’জনকে আটক করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সদর থানায় জিজ্ঞাসাবাদ চলছে।