সাতক্ষীরায় গর্ভপাত ঘটাতে গিয়ে কিশোরীর মৃত্যু
সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় গর্ভপাত ঘটাতে গিয়ে মাসুরা খাতুন (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের একটি বিল থেকে নিহত মাসুরার মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। মাসুরা ঢ্যেমসাখোলা গ্রামের মো. মোসলেমের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক ডা. দীপক কুমার রায়ের মাধ্যমে গর্ভপাত ঘটাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাসুরার মৃত্যু হয়। পরে ডা. দীপক তার সহযোগীদের সাথে নিয়ে মৃত দেহটি শ্রীমন্তকাটি গ্রামের একটি বিলে ফেলে রাখে।
পরে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে তালা থানা পুলিশে সংবাদ দিলে সেখান থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ডা. দীপক ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
মাসুরার মা জানান, স্বামী পরিত্যক্তা মেয়েকে মামার বাড়ি রেখে আসি। সেখানে অবৈধভাবে সে গর্ববতী হয়। পরে গর্ভপাত করতে আমি নিজেই স্থানীয় চিকিৎসক ডা. দীপক কুমার রায়ের চেম্বারে মেয়েকে ভর্তি করি। শোনেছি এরপর বিল থেকে মাসুরার মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুরা খাতুনের লাশ বিল থেকে উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।