সাতক্ষীরায় আ’লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নিহত ১
সাতক্ষীরা সংবাদদাতা :সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নিহতের নাম আবদুল হাকিম সরদার (৫৫)। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীউলার চৌধুরী বাড়ির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, সকাল ১০টার দিকে শ্রীউলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহম্মদ ও বিএনপি নেতা মেম্বার শহীদুল ইসলাম ভুট্টোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বল্লমের আঘাতে আবদুল হাকিম নিহত হয়।