সাতকানিয়ায় ভোট কেন্দ্রের বাইরে গুলিতে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রের বাইরে মো. নুরুল আমিন (৪৮) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার ভোট শুরুর কিছুক্ষন পর সাতকানিয়া কলেজ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নুরুল আমিন সাতাকনিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে তার একটি লেপ তোষকের দোকান রয়েছে। ভোট দেয়ার জন্য তিনি বাড়ি এসেছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর কেন্দ্র থেকে বেশ কিছু দূরে নুরুল আমিন নামে একজন লোককে কে বা কারা গুলি করে হত্যা করেছে। বিয়ষটি আমরা খতিয়ে দেখছি।
নিহত নুরুল আমিনের দলীয় পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ দাবি করছে নিহত নুরুল আমিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জোবায়েরের সমর্থক। অপর দিকে বিএনপির দাবি তিনি বিএনপির মেয়র প্রার্থী হাজী রফিকের সমর্থনে কাজ করছিলেন।