সাড়ে পাঁচশ টাকার টি-শার্ট, ১৫ বছরের পুরানো জিনস্ পরি: সালমান

08/09/2015 8:04 pmViews: 5
সাড়ে পাঁচশ টাকার টি-শার্ট, ১৫ বছরের পুরানো জিনস্ পরি: সালমান

অ-অ+

বলিউড তারকা সালমান খানকে নিয়ে জল্পনার অন্ত নেই। তাঁকে ঘিরে বিপুল আগ্রহ তাঁর অনুরাগীদের। কিন্তু এই স্টারডমকে গুরুত্ব দেন না সালমান। কারণ, তিনি মনে করেন, রূপালি পর্দার ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রগুলিই তাঁকে স্টার করে তুলেছে। বাস্তবে তিনি নিজেকে অন্যান্যদের মতোই মনে করেন। তারকার মতো আচরণও সালমানের একেবারেই না-পসন্দ। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে সালমান বলেছেন, ‘আমি সাড়ে পাঁচশ টাকা দামের টি-শার্ট, পনেরো বছরের পুরানো জিনস্ পরি। জুতোও কুড়ি বছরের পুরানো। পর্দার চরিত্রগুলির কারণেই মানুষ আমাকে তারকা মনে করেন’।

ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন সালমান। জীবনে নানা ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে বলিউডের অন্যতম মহাতারকা তিনি। কিন্তু সালমানের উপলব্ধি, ‘আমার এই ইমেজ গড়ে তোলার ক্ষেত্রে হাজার হাজার মানুষের অবদান রয়েছে। বলিউডে এতগুলি বছর কাটিয়ে দেওয়ার পর আমার এখন চিত্রনাট্য পছন্দ করার অধিকার জন্মেছে।কিন্তু আগে তো এ ব্যাপারে আমার বলার কিছুই ছিল না। সূরয বরজাতিয়া, আমার বাবা (সেলিম খান) ও দীপক বাহরিরাই আমরা হয়ে এই কাজ করে দিতেন।আমি অনেক পরিচালক, লেখকের সঙ্গে কাজ করেছি এবং শিখেছি যে, কোনটা করা উচিত, কোনটা নয়। তাই চিত্রনাট্যই আমার ইমেজ গড়ে তোলার কাজ করেছে। আমার সঙ্গে যাঁরা কাজ করেন তাঁরাই আমাকে গড়ে উঠতে সাহায্য করেছেন’।

টিনসেল টাউনের একদা ব্যাড বয় সালমান সম্প্রতি একটু অন্য ধারার সিনেমায় অভিনয় করছেন, যা নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। বিভিন্ন সময়ে ব্যক্তিগত কারণে প্রচারের আলোয় এসেছেন তিনি। তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু সালমান বলেছেন, ‘সমালোচনা নিয়ে মাথা ঘামাই না। আমাকে চেনেন-জানেন, এমন কোনও ঘনিষ্ঠ ব্যক্তি বা নিজের কাছ থেকে সমালোচনা না এলে গুরুত্ব দিই না’।

Leave a Reply