ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র উদ্যোগে রবিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এফবিজেও’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেও’র মহাসচিব মোঃ শামছুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবাণীর নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল। গোলটেবিল আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিজেও’র ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, শাহাদাৎ হোসেন শাওন, লুৎফুন নাহার রিক্তা, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আকন্দ, বাংলাদেশ ই-প্রেসক্লাবের চেয়ারম্যান ফয়জুল কবির, শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম জনি, তেজগাঁও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে এফবিজেওর সহ-সাংগঠনিক সচিব শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক উর্মী রহমান ও সদস্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন এফবিজেওর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নানা আইনী জটিলতার কারণে স্বাধীনতার ৫০ বছরেও সাংবাদিক হত্যার বিচার যথাযথভাবে হয়নি। নেতৃবৃন্দ সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এফবিজেও’র প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব এম এ মোতালিব হোসেনসহ সকল প্রয়াত ও নিহত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।