সাগরে নিখোঁজ ৪ ছাত্রের সন্ধান মেলেনি

15/04/2014 9:58 pmViews: 5

 

 

কক্সবাজার, ১৫ এপ্রিল  :  সেন্টমার্টিন দ্বীপে গোসলে নেমে সাগরে নিখোঁজ ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের সন্ধানে তল্লাশি চললেও ২৪ ঘণ্টায়ও তাদের কোনো খোঁজ মেলেনি।

নববর্ষ উদযাপনে এই বিশ্ববিদ্যালয় ছাত্ররা কক্সবাজার গিয়েছিল, সোমবার দুপুরে সাগরে নামার পর নয়জন ভেসে যান। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হলেও তার মধ্যে দুজন হাসপাতালে মারা যান।

ভেসে যাওয়া চার ছাত্রকে উদ্ধারে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন কাজ করছে। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

উপকূল রক্ষী বাহিনীর টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কাজী হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, চার ছাত্রকে যতক্ষণ না উদ্ধার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

ঘটনা শুনে কক্সবাজার ছুটে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, উদ্ধারের জন্য অপেক্ষা করা ছাড়া কিছু আপাতত করার নেই। কাল (বুধবার) রাত পর্যন্ত আমরা থাকব। তারপর ঢাকার উদ্দেশে রওনা হব।

নিখোঁজ চার শিক্ষার্থী হলেন- সাব্বির হাসান, শাহারিয়ার রহমান, উদয় মাহমুদ, গোলাম রহিম বাপ্পী। মারা গেছেন- সাদ্দাম হোসেন ও মনফেজুল ইসলাম। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারহানুল হক, আসিফ মোস্তফা, ইফতেখার মাহমুদ ফয়সাল।

এরা সবাই কম্পিউটার বিজ্ঞান (সিএসই) বিভাগের ছাত্র। পরীক্ষা শেষ করে তারা নিজ উদ্যোগে নববর্ষ উদযাপনে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন গিয়েছিলেন।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আমির সিরাজী সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি ফারহান, আসিফ ও ফয়সাল এখন আশঙ্কামুক্ত।

Leave a Reply