সাগরতলের ক্যাবল কেটে দেয়ার হুমকি রাশিয়ার

30/10/2015 11:19 amViews: 7
সাগরতলের ক্যাবল কেটে দেয়ার হুমকি রাশিয়ার

 

রাশিয়ার ভিক্টর-৩ শ্রেণির সাবমেরিন; এটি প্রায় তিন মাসের রসদ নিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২ নটিক্যাল মাইল পানির নীচে অবস্থান করতে পারে

পাশ্চাত্যের সঙ্গে সংঘর্ষ বাধলে আমেরিকা ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী সাগরতলের ক্যাবলগুলো কেটে দিতে পারে রাশিয়া। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তারা বলেছেন, উল্লেখযোগ্য সক্ষমতার অধিকারী রাশিয়ার সাবমেরিনগুলো এ কাজ করতে পারে।

গত মাসে আটলান্টিক মহাসাগরে মার্কিন গোয়েন্দা উপগ্রহ, সাবমেরিন ও জঙ্গিবিমানের সাহায্যে রাশিয়ার একটি সাবমেরিনকে শনাক্ত করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রুশ সাবমেরিন ‘ইয়ান্তার’ পানির নীচ দিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে টহল দিয়েছে। মার্কিন নৌবাহিনী দাবি করেছে, তারা পুরো সময় জুড়ে রুশ সাবমেরিনটির গতিবিধি পর্যবেক্ষণ করেছে।

মার্কিন কর্মকর্তারা আরো বলছেন, সাগরের নীচে স্থাপিত কমিউনিকেশন ক্যাবল কেটে দেয়ার ক্ষমতা রয়েছে ইয়ান্তারের। এসব ক্যাবল দিয়ে বিপুল পরিমান বাণিজ্যিক ও সামরিক ডাটা আদান-প্রদান হয়। এ ছাড়া, ইউরোপ ও আমেরিকার মধ্যে  ইন্টারনেট কানেকশনসহ অন্যান্য সব ধরনের যোগাযোগ ব্যবস্থা রক্ষিত হয় এসব কেবলের মাধ্যমে।

তবে মার্কিন কর্মকর্তাদের এ দাবি প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, ইয়ান্তার কোনো অবস্থায়ই গোয়েন্দা সাবমেরি নয়।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন অবশ্য একথাও বলেছে, রাশিয়ার সাবমেরিনটি সাগরতলের ক্যাবল কেটে দেয়ার চেষ্টা করেছে-এমন কোনো প্রমাণ তারা পাননি। তবে রুশ নৌবাহিনী আমেরিকাকে একথা বুঝিয়ে দেয়ার চেষ্টা করেছে, প্রয়োজন হলে সেরকম কিছু করতে দ্বিধা করবে না মস্কো এবং সে সক্ষমতা রাশিয়ার আছে।#

Leave a Reply