সাকিব-মুশফিকের অনবদ্য নৈপুণ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল জয়

07/11/2015 8:14 pmViews: 10
সাকিব-মুশফিকে বাংলাদেশের বড় জয়

সাকিব-মুশফিকের অনবদ্য নৈপুণ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব-মাশরাফির বোলিং তাণ্ডবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারিরা। সাকিব আল হাসান একাই পেয়েছেন ৫টি উইকেট। মাশরাফি শিকার করেছেন দুটি উইকেট। দলে নতুন করে জায়গা পাওয়া আলামিন ও নাসির পেয়েছেন একটি করে উইকেট। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ৩৬.১ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করতে সমর্থ। একজন ব্যাটসম্যান অসুস্থ থাকায় তিনি ক্রিজে নামতে পারেননি।

শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২৭৩ রান সংগ্রহ করে।

বাংলাদেশের দেয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাট করা জিম্বাবুয়ে দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারায়। জিম্বাবুয়ের ইনিংসের ১০ম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান।২৩ বলে ৯ রান করে মিড অফে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন চিভাভা। ১৪তম ওভারে আবারে আঘাত হানেন সাকিব। এবার সফরকারিদের অন্যতম ব্যাটিং স্তম্ভ ক্রেইগ আরভিন নাসিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৫তম ওভারে আলামিনের বলে ফিরে যান জংউই। ১৮তম ওভারে উইলিয়ামসনকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশী দর্শকদের জয়ের ইঙ্গিত দেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২৬ তম ওভারে সিকান্দারা রাজাকে শিকার করেন অধিনায়ক মাশরাফি। এ উইকেটের মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেন বাংলাদেশী অধিনায়ক। ২৮তম ওভারে আবারো আঘাত হানেন টাইগার অধিনায়ক। এবার শিকার ওয়ালার। নাসিরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সফরকারি এ ব্যাটসম্যান।

এর আগে বাংলাদেশের হয়ে  মুশফিক ১০৭, সাব্বির ৫৭ ও তামিম ৪০ রান করেন।

Leave a Reply