সাকিব ও বিসিবি’র মান-অভিমান ভেঙেছে।

13/03/2022 11:56 amViews: 5
সাকিব ও বিসিবি’র মান-অভিমান ভেঙেছে। মিলে গেছে দুই পক্ষ। তবে নাটকের দায়টা যেন সংবাদমাধ্যমেরই। সাকিব দুবাই চলে যাওয়ার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ক্ষিপ্ত হয়ে বলেছিলেন কঠোর সিদ্ধান্ত নেয়ার কথা। বিসিবি’র পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছিলেন সাকিবরা তাদের কর্মী কথা শুনতেই হবে। অথচ অল্পদিনেই বদলে গেল সেই সুর। বোর্ড সভাপতি সংবাদমাধ্যমকে এ নিয়ে সমালোচনা-টকশো করতে বারণ করলেন। তিনি বলেন, ‘একটা-দুইটা সিরিজ যদি কেউ না করে, এটা নিয়ে এত হৈ চৈয়ের কিছু নেই।

এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে কাউকে রাখবে না, ড্রপ দিয়ে নতুন কাউকে যাচাই করতে পারি। অনেক খেলোয়াড় কোনো সিরিজে না-ও খেলতে পারে, তার অসুবিধা থাকতেই পারে। এটাকে আপনারা (সংবাদ মাধ্যম) স্পোর্টিংলি নিন। এটা খেলারই অংশ। এটাই সারা পৃথিবীতে হয়ে আসছে। এই সময়টায় আমাদের সবার সাকিবকে সাপোর্ট দেয়া উচিৎ। ওর সাথে থাকা উচিৎ, মানসিকভাবে শক্তি জোগানো উচিৎ। যে সমস্ত আলোচনা, টকশো হচ্ছে, আসলে এগুলো কারও জন্যই ভালো না।’
গত ৬ই মার্চ, নাজমুল হাসান পাপন তার বাসভবনে সংবাদকর্মীদের সাকিব প্রসঙ্গে বলেছিলেন, ‘এই টেস্ট খেলবো, ওই টেস্ট খেলবো না, তা তো হতে পারে না…ওর যদি খেলতেই ভালো না লাগে, তাহলে তো কিছু বলার নেই। যাদের আমরা এত ভালোবাসি, তাদের প্রতি এখনো নমনীয় আছি। কিন্তু ওদের পেশাদার হতে হবে। তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তখন কারও তা পছন্দ হবে না।’ ছয় দিন পার হতেই বদলে গেল ভাষা। এবার তিনি সাকিবের দুঃখ-কষ্ট বুঝে অবস্থান নিলেন তার পক্ষে। জানিয়ে দিলেন দেশের অন্যতম এই তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। সেখানে তিনি ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলবেন। তবে সব ম্যাচ নাও খেলতে পারেন। এমন হলে যেন এ নিয়ে গল্প লেখা না হয়। এ নিয়ে তিনি সংবাদমাধ্যমে হুলস্থুল চান না। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব সব ফরম্যাটে এভেইলেবল। কাল (আজ) রাতে সে যাবে। ওখানে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ করেছে। এমনও হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই।’
এর আগে সাকিবের ছুটি চাওয়া নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব একটা ছুটি চেয়েছিল। তারপর তৃতীয় ওয়ানডের (আফগানিস্তানের বিপক্ষে) দিন বলেছিল সে খেলবে। দুবাই যাওয়ার আগে আপনাদের সাথে ব্রিফিং হয়, জালাল ভাইয়ের সাথে কথা হয় যে ও মানসিক ও শারীরিকভাবে ফিট না। সে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না। জালাল ভাই আপনাদের জানিয়েও দিলো, আমরা ছুটি দিয়ে দিলাম। পরশু এসে আমাকে ও বলেছে মানসিকভাবে বিপর্যস্ত। মানুষ মেন্টালি ডিস্টার্বড থাকতেই পারে। আপনারা অনেক কারণ বের করে নিচ্ছেন- এটার জন্য, ওটার জন্য এরকম কিছু না।
যেকোনো মানুষেরই এমন জিনিস থাকতে পারে যেটা কেউ জানেই না। ও বলেছে মানসিকভাবে একটু বিপর্যস্ত এজন্য সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হচ্ছে। এটা যখন বলেছে এরপর তো আর কোনো কথা নেই। আমাদের টোটাল প্রোগ্রাম দেখে বলেছে আমি সব ফরম্যাটে খেলতে চাই। আগের চুক্তি গত বছরই শেষ হয়ে
গেছে। ও সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা একসেপ্ট করেছে। আমাদের সাথে কোনো খেলোয়াড়ের সমস্যা নেই, এটা জোর গলায় বলে দিচ্ছি।’

Leave a Reply