সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কারাগারে

05/09/2015 7:25 pmViews: 5
সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কারাগারে

হুম্মাম কাদের চৌধুরী
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গুলশান থানার একটি মামলায় শনিবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২০০৮ সালের গুলশান থানায় একটি মারামারির মামলায় ওয়ারেন্ট মূলে পুলিশ হুম্মাম কাদেরকে সকালে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

আদালতে হুম্মাম কাদেরের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। বিচারক জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হুম্মাম কাদেরের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

Leave a Reply